ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
আমি পদ্ম পাতার জল
তুমি নাম না জানা ফুল,
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
তোমার কাছে হয়তো এসব
নিছক খেলাঘর,
তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর।
তোমার কাছে হয়তো এসব
নিছক খেলার ঘর,
কেন ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর ?
তুমি পদ্ম পাতার জল
আমি নাম না জানা ফুল,
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
Bhul Koreche Bhul Lyrics In English :
Bhul koreche bhul tomar elo chul
BHul korechi ei modhumaser belay
Ami podmo patar jol
Tumi naam na jana phul
Ami rohossher raajpoth
Tumi paliyecho iskul
Tomar kache hoyto esob
nichok khelaghor
Tobu ghum peye jaay ghum vanganor por
Tomar kache hoyto esob
nichok khelar ghor
Keno ghum peye jaay ghum bhanganor por
Tumi poddo patar jol
Ami naam na jana ful
Ami rahasya er rajpoth
Tumi paliyecho iskul