Shudhu Amar Song Lyrics (শুধু আমার) Shunno Band Song

আমার কিশোরে বুকে তুমি ছিলে

প্রথম প্রেমের ব্যথা,

তোমায় ভেবে ভেবে গান হয়ে যেতো

আমার না বলা কথা।

স্বপ্ন বাজি রেখে হাত বাড়ালাম

তুমিও দিলে সারা,

কিছু ভুল কিছু অভিমান গুনে

সময় বসানো পাহারা।

মন বোকা বেচারা

ভেবে দিশেহারা,

সে তুমি আসবে কবে ?

তুমি কি আমার হবে ?

শুধু আমার,

আবার হবে আমার ?

তুমি যত দূরে

ছিলে বুকের তারে স্মৃতি হয়ে বেজেছিলে,

আমার গোধূলি মনে একলা সেঁজুতি তুমি

জোনাকিও জ্বেলেছিলে।

মনে আছে প্রথম বৃষ্টি ভেজা দিন

অগন্তি তারা জ্বলা রাত,

চাঁদের কিনার থেকে ঝাঁপ দিয়েছি

ধরতে তোমার দুটো হাত।

আজ আমার হাত ধরে

চেনা অচিনপুরে,

তুমি কি পা বাড়াবে ?

তুমি কি আমার হবে?

শুধু আমার,

আবার হবে আমার?

তুমি কি আমার হবে ?

শুধু আমার,

আবার হবে আমার ?

শুধু আমার লিরিক্স – শূন্য ব্যান্ড :

Amar kishor buke tumi chile

Prothom premer betha

TOmay vebe vebe gaan hoye jeto

Amar na bola kotha

Shopno baji rekhe haat baralam

Tumio dile sara

Kichu bhul kichu obhiman gune

Somoy bosano pahara

Mon boka bechara vebe dishehara

Se tumi ashbe kobe

Tumi ki amar hobe shudhu amar

Abar hobe amar