মায়ার কাঙাল আমি চিরদিন
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া,
মায়ার কাঙ্গাল আমি চিরদিন
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া,
কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে
কেউ ভুল বুঝে ফিরে গেছে,
আমায় ভালোবেসেছিলো যারা
আমায় ভালোবেসেছিলো যারা।
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ,
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ ..
ও.. ও..
ধরে ধরে হেঁটেছিলো
কাছে ছিল বলেছিল, বুঝেছিলো
চরাচরে,
ধরে ধরে হেঁটেছিল,
কাছে ছিল বলেছিলো, বুঝেছিল
চরাচরে।
তাদের লুকিয়ে রেখেছিলো
মনের গোপন ঘরে,
আমি আজও বেঁচে আছি
আমার মতো করে,
ঘুম হারা, ঘুম হারা।
কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে
কেউ ভুল বুঝে ফিরে গেছে,
আমায় ভালোবেসেছিল যারা
আমায় ভালোবেসেছিল যারা।
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ,
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ ..
ও.. ও..
মায়ার কাঙাল লিরিক্স – ঈশান মিত্র :
Mayar kangal ami chirodin
Bujhini kichu valobasha chara
Keu roye geche keu hariyeche
Keu bhule bujhe phire geche
Amay valobesechilo jara
Amay bhalobesechilo jara
Kichu poth dur poth
Ki shopoth chayapoth
dhore dhore hetechilo
Kache chilo bolechilo bujhechilo
chorachore dhore dhore hetechilo
Tader lukiye rekhechilo
Moner gopon ghore
Ami aajo beche achi
Amar moto kore
Ghum hara